Thursday 26 September 2019

Bengali Braille Literacy for the Print-Handicapped: Iswarchandra Vidyasagar & Barna Parichay 2019


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1819 -2019
Bharati  Bengali Braille  Literacy for  the Print -Handicapped  
বর্ণ পরিচয় বইটি আমরা মানে দৃষ্টিমান মানুষরা দেখে দেখে, হাতে লিখে লিখে, মুখে মুখে প্রশ্নের জবাব দিয়ে দিয়ে, অন্তরের অন্তস্থ করে সাক্ষর হয়েছি I  কিন্তু  যাঁরা ছোট বয়স থেকেই চোখে দেখতে পাননা, দুরারোগ্য জেনেটিক রোগে যাঁদের মাঝ বয়সে অথবা প্রৌঢ়ত্বে দৃষ্টি হারিয়ে যাচ্ছে তাঁরা বর্ণ-সাক্ষর হবেন কেমন করে ?
বর্ণ পরিচয় বইটির দুখন্ডের ব্রেল সংস্করণ হাতে স্পর্শ করে , তর্জনীর অগ্রভাগকে সংবেদনশীল করে,  অনবরত ব্রেল কাগজ ছুঁয়ে ছুঁয়ে, দিনের পর দিন  রাতের পর রাত কঠিন ব্রেল স্লেটে পিন ফুটিয়ে ফুটিয়ে এই নব সাক্ষররা শিক্ষার ব্যাপ্ত জগতে প্রবেশ করছেন I   একটার পর একটা পরীক্ষা দিয়ে স্বনির্ভর হচ্ছেন -- সমাজকে ফিরিয়ে দিচ্ছেন তাঁদের সক্রিয় সহযোগিতা I দয়া  নয়, করুণা নয় , সমান সুযোগ সমান অধিকারের দাবি নিয়ে মূলস্রোতের সাথে প্রতিযোগিতায় লড়ে যাচ্ছেন I
সবেরই মূল ভিত্তি " বর্ণ পরিচয় "  !
Society  for  the Visually Handicapped   -এর কাঁকুড়গাছি রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগারের Braille  and  Talking  Book বিভাগের  একটি top priority task হলো Reach Education To Sightless Citizens--ব্রেল শেখাও, ব্রেল পড়াও , ব্রেল বই পৌঁছে দাও , ব্রেল শ্লেট দাও, ব্রেল কলম দাও , ব্রেল কাগজ দাও যাতে দৃষ্টি-প্রতিবন্ধী শিক্ষার্থী যেন ব্রেল reject না করে !